Fiverr কি এটা আর নতুন করে বলার কিছু নাই, ইতোমধ্যেই বাংলাদেশের ফ্রিল্যান্সাররা Fiverr এ তাদের সার্ভিস সেল করে ভালো অর্থ উপার্জন করছে।
এক কথায় বললে, fiverr হলো এমন এক online marketplace যেখানে বিভিন্ন রকমের freelance service প্রদান করা হয়।
Fiverr এ বেসিক কাজ শুরু হয় $5 দিয়ে, যেখান থেকে এর নামকরণের সূত্রপাত।
Fiverr এর অডার্রগুলোকে গিগ বলে, প্রতিটি গিগের প্রাথমিক মূল্য $5 হলেও একেকটা গিগ থেকে সর্বোচ্চ $2000 ডলারের বেশিও অর্ডার পাওয়া সম্ভব।
Fiverr হলো এমন একটি online platform, যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরণের কাজ গুলো কোরে টাকা আয় করতে পারবেন।
যেমন ধরুন, আপনি অনেক ভালো করে professional logo design করতে পারেন।
এই ক্ষেত্রে, fiverr এর মাধ্যমে বিভিন্ন logo designing এর কাজ গুলো করে, ঘরে বসেই টাকা ইনকাম করতে পারবেন।
তবে, এটা একটা উদাহরণ মাত্র ছিল।
Fiverr এর গিগ সম্পর্কে ধারণা :
Fiverr এ সেলাররা তাদের অফারকে এভাবে উপস্থাপন করে : আমি $5 এর বিনিময়ে অমুক কাজটি করে দিব, এসব কাজ হতে পারে SEO, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও তৈরি করা, ওয়েবসাইটের খুটিঁ নাটি ঠিক করা, আর্টিকেল লেখা, ব্যাকগ্রাউন্ড ভয়েস ইত্যাদি।
আপনার অফারটি যদি কোনো বায়ার পছন্দ করে তবে তিনি আপনার গিগটি অর্ডার করবে। প্রতিটি $5 গিগের সাথে আপনি চাইলে কিছু এক্সট্রা সার্ভিসও সেল করতে পারবেন। ধরুন আপনার গিগটি হল SEO ব্যাকলিঙ্ক তৈরি করার। এখন আপনি বেসিক গিগে $5 এর বিনিময়ে ২০ টি ব্যাকলিঙ্ক সেল করছেন, আপনি গিগ এক্সট্রা তে বললেন, আমি এক্সট্রা $10 এর বিনিময়ে আরো ৫০টি ব্যাকলিঙ্ক দিব। এভাবে একই গিগের মাধ্যমে আপনি অনেক বেশি উপার্জন করতে পারেন।
গিগ অর্ডার করার পর বায়ার আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিবে, ধরুন SEO গিগের জন্য আপনার বায়ারের ওয়েবসাইট অ্যাড্রেস, কিওয়ার্ড ইত্যাদি দরকার হবে। বায়ার এসব তথ্য প্রদানের সাথে সাথে আপনার অর্ডারটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্রতিটি গিগ সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করতে হয়, আপনার গিগ তৈরির সময় আপনাকে এই নির্দিষ্ট সময়টি ঠিক করে দিতে হবে, এবং অবশ্যই এই সময়ের মধ্যে আপনার গিগটি ডেলিভারি দেয়ার চেষ্টা করবেন। গিগ ডেলিভারি দেয়া হয়ে গেলে বায়ার আপনার কাজের উপর Feedback দিবে, Feedback Score হল ৫ এর মধ্যে আপনাকে একটা নাম্বার দিবে বায়ার, চেষ্টা করবেন ভালো কাজের মাধ্যমে বায়ারের থেকে 5 Star Feedback নেয়ার। যত বেশি 5 Star Feedback আপনার থাকবে, আপনার সেল বাড়ার সম্ভাবনা তত বেশি হবে।
Fiverr এ কাজের উপর ভিত্তি করে আপনার লেভেল বাড়বে। ফাইভারের সেলারদের ৩টি লেভেল আছে, লেভেল ১, লেভেল ২ এবং টপ রেটেড সেলার।
Level 1 Seller :
Fiverr Level 1 - Fiverr ১ম পর্ব : Fiverr পরিচিতিLevel 1 Seller হওয়ার জন্য আপনাকে Fiverr এ অ্যাকাউন্ট তৈরির পর ৩০ দিন অ্যাক্টিভ থাকতে হবে এবং ন্যূনতম ১০টি অর্ডার সম্পন্ন করতে হবে, একই সাথে ভালো রেটিং রাখতে হবে।
Level 1 Seller হওয়ার সাথে সাথে আপনি কিছু অতিরিক্ত সুবিধা পাবেন :
আপনি সর্বোচ্চ ১০টি গিগ তৈরি করতে পারবেন।
আপনার গিগটি দ্রুত ডেলিভারি করার জন্য Extra Fast অপশনটি অ্যাড করতে পারবেন এবং এজন্য অতিরিক্ত ডলার অফার করতে পারবেন।
৪টি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন প্রতিটি গিগে, এগুলোর জন্য অতিরিক্ত $5, $10, $20 এবং $40 এর সার্ভিস অফার করতে পারবেন।
গিগ মাল্টিপল অপশনটি অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে বায়ার একবারে আপনার গিগটি ১০বার অর্ডার করতে পারবে চাইলেই।
Level 2 Seller :
Fiverr Level 2 - Fiverr ১ম পর্ব : Fiverr পরিচিতিআপনাকে ২ মাসের মধ্যে ন্যূনতম ৫০টি অর্ডার সম্পন্ন করতে হবে, একই সাথে ভালো রেটিং রাখতে হবে।
Level 2 Seller হওয়ার সাথে সাথে আপনি Fiverr এ Priority Support পাবেন এবং আরো কিছু এক্সট্রা সুবিধা অ্যাড হবে আপনার গিগে :
আপনি সর্বোচ্চ ২০টি গিগ তৈরি করতে পারবেন।
৫টি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন প্রতিটি গিগে, এগুলোর জন্য অতিরিক্ত $5, $10, $20, $40 এবং $50 এর সার্ভিস অফার করতে পারবেন।
গিগ মাল্টিপল অপশনে বায়ার একবারে আপনার গিগটি সর্বোচ্চ ১৫ বার অর্ডার করতে পারবে চাইলেই।
এর সাথে Level 1 এর সব সুবিধা তো থাকছেই।
Top Rated Seller :
আপনার কাজের উপর ভিত্তি করে আপনি Top Rated Sellerও হতে পারবেন। তবে Top Rated Seller হওয়ার জন্য যেই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হয় সেগুলো হল :
- Seniority
- Volume of Sales
- Extremely High Rating
- Exceptional Customer Care
- Community Leadership
অর্থাৎ গিগে ভালো করার সাথে সাথে আপনাকে Fiverr এর ফোরামেও অ্যাক্টিভ থাকতে হবে। Top Rated Seller হিসেবে আপনি যেসব এক্সট্রা সুবিধা পাবেন সেগুলো হল :
আপনি সর্বোচ্চ ৩০টি গিগ তৈরি করতে পারবেন।
৬টি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন প্রতিটি গিগে, এগুলোর জন্য অতিরিক্ত $5, $10, $20, $40, $50 এবং $100 এর সার্ভিস অফার করতে পারবেন প্রতিটি গিগের সাথে।
গিগ মাল্টিপল অপশনে বায়ার চাইলে একবারে আপনার গিগটি সর্বোচ্চ ২০ বার অর্ডার করতে পারবে।
Fiverr থেকে VIP Support পাবেন ।
আজ এই পর্যন্তই। Fiverr নিয়ে পরবর্তী পোষ্টে আরো বিস্তারিত কিছু বিষয় তুলে ধরব।
No comments:
Post a Comment